গোলাপগঞ্জ প্রতিনিধিঃ খেলাধূলা ছাত্রদের মেধা ও মনন বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখে , ছাত্রদের মদ্যে কাজ করার স্পৃহা যোগায় এবং সুস্বাস্হ্যবান করে গড়ে তুলে। উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর ফুটবল বিভাগে ফাইনাল খেলায় বিজয়ীদের মদ্যে পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌঃ।
ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে মেহেরপুর আনসারুল আলিম মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা,মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক ,ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন,শরিফগঞ্জ ইউ পি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য আলা উদ্দিন,মোঃআব্দুল জলিল,শেখ কামরুজ্জামান কামরুল,শেখ খসরুল ইসলাম ,জেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ,স্বেচ্ছাসেবকলীগ নেতা মিনহাজ খান সোহাগ,ছাত্রলীগ নেতা ফারহান মাসুদ আফছর, তানজিম আহমদ প্রমুখ ।