কারিগরি শিক্ষা দক্ষ জনশক্তি তৈরির নিয়ামক শক্তি—শিক্ষামন্ত্রী

Sports

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান প্রজন্মকে আধুনিক যুগপোযুগী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেতে হবে এবং কারিগরি শিক্ষা ই দক্ষ জনশক্তি তৈরি করার অন্যতম নিয়ামক  শক্তি ,সেই লক্ষে  বর্তমান সরকার নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে বহুমুখি পদক্ষেপ গ্রহন করেছে। যার অংশ হিসেবে ১৮ কোটি টাকা ব্যয়ে গোলাপগঞ্জে নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা নতুন একাডেমীক ভবন কাম প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন,সরকার কারিগরি শিক্ষা কে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার ফলে দেশে যুব সমাজ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে ও সহজে স্বাবলম্বী হচ্ছে  এবং নারীরা ও এর সুফলের বাইরে নয়।অনুষ্টানে আমুড়া ইউপি আওয়ামীলীগ’র যুগ্ম আহ্বায়ক  নাজিমুল হক লস্কর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক  আবু সুফিয়ান আজম’র পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক রফিক আহমদ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইলসাম শুয়েব, উপজেলা নির্বাহি অফিসার মামুনুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগ’র কার্যকরি সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমির অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, সাবেক ছাত্রনেতা হাসিন আহমদ মিন্টু,  রোটারিয়ান মঞ্জুর আহমদ, এড. আব্বাছ উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম সম্পাদক এমদাদ রহমান ,মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, জেলা যুবলীগ নেতা ফরহাদ মোঃ রুবেন ,জেলা ছাত্রলীগ’র সাবেক বিভাগীয় উপ-সম্পাদক হোসেন আহমদ ,মহানগর ছাত্রলীগ এর সাবেক সদস্য ফরহাদ আহমদ শিক্ষক সলমান আহমদ,মিটু কান্তি দেব,আনোয়ার হুমায়ুন,শিপু লস্কর,ফারহান মাসুদ আফছর,আমিরুল ইসলাম প্রমুখ 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *