করোনায় মৃতের সংখ্যা ঢাকায় ৭৬জন সিলেটে ২জন

অনলাইন ডেস্ক

ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় দিশেহারা গোটা বিশ্ব। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিশ্বের সবচেয়ে ক্ষমতারধর রাষ্ট্র আমেরিকা একেবারেই অসহায় হয়ে পড়েছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, এই ৫ দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার  ৬৮৬ জন। এর মধ্যে শুধু আমেরিকায় মারা গেছে ৫৬ হাজার ৮০৩ জন।

এসব দেশের তুলনায় বাংলাদেশে এখনও মৃত্যুর সংখ্যা খুবই কম। 
এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৩১ জন।

বাংলাদেশে কোন এলাকায় কতজন মারা গেছে?

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এখানে মারা গেছে ৭৬ জন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে মারা গেছে ৩৯ জন।

এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অংকে।

এর মধ্যে কুমিল্লায় ৪ জন। জামালপুর ও মুন্সীগঞ্জে ৩ জন করে।

এছাড়া ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার ও সিলেটে মৃত্যু হয়েছে ২ জন করে।  

সৌজন্যে :বিবিসি বাংলা, বিডি প্রতিদিন

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *