শাহারা খান– করোনার কারণে লকডাউনে থাকাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘরোয়া নির্যাতন বেড়ে গেছে।জাতিসংঘের মহাসচীব আ্যন্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন,করোনার ক্রান্তিতে ঘরবন্দি থাকায় নারীরা নিজ নিজ বাসায় নির্যাতনের শিকার হচ্ছেন।কয়েকটি দেশে দ্বিগুন হারে নারীরা সহায়তা চাচ্ছেন।এই কারণে মহাসচীব করোনা মোকাবেলার পরিকল্পনায় নারী সহিংসতার বিষয়টি অন্তর্ভূক্ত করার দাবী জানান।বিট্রেনে ঘরোয়া নির্যাতনের ব্যাপারে সহায়তা করার জন্য যে কয়টি হেল্প লাইন খোলা হয়েছে,সেখানে গত সপ্তাহে ৬৫ শতাংশ কল এসেছে বলে সরকারী হিসাবে জানা গেছে।আগের চেয়ে লকডাউনে ঘরোয়া নির্যাতন ২০ ভাগ বেড়েছে।নির্যাতিত অনেকেই জানেন না সহযোগিতার জন্য কোথায় যোগাযোগ করতে হবে।Tesco এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে।তারা রিসিটের নিচে হেল্প লাইনের নাম্বার সংযোজন করে রেখেছে।২৪ ঘন্টা খোলা এই নাম্বারে কল করে যে কেউ ঘরোয়া নির্যাতনের ব্যাপারে সহায়তা নিতে পারবেন।যারা Tesco Super market থেকে শপিং করেছেন,এবং রিসিটের নিচে হেল্প লাইনের নাম্বার দেখেছেন,তারা Tesco এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।