এসআই আকবরকে ধরতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে

Sports

সিলেটে পুলিশ হেফাজতে যুবক রায়হানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআইয়ের তদন্ত দল। । এদিকে, ঘটনার পর বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেনকে ধরতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

সোমবার বিকালে এই মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইয়ের ওপর। তারই ধারাবাহিকতায়  তারা ঘটনাস্থলে গেছেন। বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গেলো রবিবার, নগরীর আখালিয়ায় রায়হান আহমদের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত হন ওই যুবক। তবে, পরিবারের অভিযোগ- চাঁদা না পাওয়ায় পুলিশের নির্যাতনেই মারা গেছেন রায়হান। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে, অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *