এমপিওভুক্তির তালিকায় গোলাপগঞ্জের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
এমপিও ভুক্তির এই তালিকায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্টান এর নাম রয়েছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে বাঘার সালাম মকবুল উচ্চ বিদ্যালয়। নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় এবং মসলম উদ্দিন খান একাডেমি। দাখিল মাদ্রাসা গুলোর মধ্যে লক্ষণাবন্দ ইউপির পূর্ব ফুলসাইন্দ দাখিল মাদ্রাসা এবং ভাদেশ্বর ইউপির ভাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা। ফাজিল পর্যায়ে এমপিও ভুক্ত হয়েছে ভাদেশ্বর সিনিয়র ফাজিল মাদ্রাসা। আলিম পর্যায়ে আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা।
একসঙ্গে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে বলে শিক্ষানুরাগী ব্যাক্তিদের ধারনা।