এড ইকবাল চৌধুরীর রোগমুক্তি কামনায় ঢাকাদক্ষিণে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়েছে
উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরীর রোগমুক্তি কামনায় ঢাকাদক্ষিণে চৈতন্য মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়েছে। আজ সকাল ১০ঘটিকায় ঢাকাদক্ষিণ শ্রী চেতন্য মন্দির প্রাঙ্গণে অনুষ্টিত এই বিশেষ প্রার্থনা সভায় করোনা আক্রান্ত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস,ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মনোজ কুমার দে,বিদ্যুত ভূষণ দেব, ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিটুন দে মনজু,ঢাকাদক্ষিণ সার্বজনীন স্মসান কমিটির সাধারণ সম্পাদক স্বপন দেব, বিষু দেব ডাঃ অনুপ চৌধুরী, শিক্ষক বিশ্বজিৎ রায়, গনেশ পাল, অমর সেন, দয়াল দেবনাথ, বিমান চন্দ, প্রণয় দেবনাথ, রিপন বিশ্বাস, বিভু পাল, গৌরী রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য মান্না দে, বাবলু ভূষণ দেব,বিমলেন্দু ভট্টাচার্য্য,মিটু কান্তি দেব,মান্না শীল, সহ শতাধিক ভক্তবৃন্দ।






