এখন থেকে ২৩০০ টাকা বাড়তি দিয়ে পাঁচ বছরের জন্য ৪৮’র পরিবর্তে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট নিতে হবে
এখন থেকে ২৩০০ টাকা বাড়তি দিয়ে পাঁচ বছরের জন্য ৪৮’র পরিবর্তে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট নিতে হবে। আগামী রবিবার (২৯ মে) থেকে এ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৬ মে) এই মর্মে একটি আদেশ জারি করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক।
মহাপরিচালকের পক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শিহাব উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, ‘পাসপোর্ট প্রত্যাশীদের ৬৪ পাতার বুকলেটের চাহিদা কম থাকায় এর কাঁচামাল দীর্ঘদিন থেকে অব্যবহৃত অবস্থায় থেকে নষ্ট হতে বসেছে। এর ফলে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ই–পাসপোর্ট প্রজেক্ট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৯ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৮ পাতার পাসপোর্ট ছাপানো বন্ধ রাখা হবে। এর স্থলে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদি ৪৮ পাতার পাসপোর্ট বুকলেটের জন্য সরকারি ফি ৪০২৫ টাকা। একই মেয়াদে ৬৪ পাতার পাসপোর্ট বুকলেটের সরকারি ফি ৬৩২৫ টাকা। ৬৪ পাতার চাহিদা কম থাকায় ৪৮ পাতার পাসপোর্ট ছাপানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজন্য নতুন করে ফি বাড়ানো হয়নি।
এদিকে, এমন খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়লে ময়মনসিংহে পাসপোর্ট প্রত্যাশীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস






