উপজেলা আওয়ামী লীগ’র মহিলা সম্পাদক আঙ্গুরা বেগম এর মৃত্যুতে রিংকু চৌধুরীর শোক

সিলেট

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আঙ্গুরা বেগম আর নেই(ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

তার মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু।

এক শোকবার্তায় তিনি বলেন আঙ্গুরা বেগম দলের একজন নিবেদিতপ্রাণ নেত্রী ছিলেন। তিনি দল ও সমাজের জন‍্য আন্তরিকতার সহিত কাজ করে গেছেন।তার মৃত্যু দল ও সমাজের জন‍্য অপুরণীয় ক্ষতি।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ৯ঘটিকায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশাস ত‍্যাগ করেন।মৃত‍্যুকলে তার বয়স হয়েছিল ৬৫।

মৃত্যুকালে তিনি স্বামী , দুই ছেলে ও দুই মেসহ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।আঙ্গুরা বেগম দুইবার ইউপি সদস্য হিসেবে দ্বায়ীত্ব পালন করেছেন।এই নিয়ে তিনি দুই বার উপজেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক এর দ্বায়ীত্ব পালন করেছেন।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *