গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আঙ্গুরা বেগম আর নেই(ইন্নাল্লিাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু।
এক শোকবার্তায় তিনি বলেন আঙ্গুরা বেগম দলের একজন নিবেদিতপ্রাণ নেত্রী ছিলেন। তিনি দল ও সমাজের জন্য আন্তরিকতার সহিত কাজ করে গেছেন।তার মৃত্যু দল ও সমাজের জন্য অপুরণীয় ক্ষতি।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ৯ঘটিকায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন।মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৬৫।
মৃত্যুকালে তিনি স্বামী , দুই ছেলে ও দুই মেসহ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।আঙ্গুরা বেগম দুইবার ইউপি সদস্য হিসেবে দ্বায়ীত্ব পালন করেছেন।এই নিয়ে তিনি দুই বার উপজেলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক এর দ্বায়ীত্ব পালন করেছেন।