আল জাজিরার ভুল তথ্যের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে :: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট

আল জাজিরার ভুল তথ্যের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে :: পররাষ্ট্রমন্ত্রী

আল জাজিরার ভুল তথ্যের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে একথা বলেন তিনি।

তিনি বলেন, আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড।


ড. মোমেন জানান, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের আর গ্রহণ করবে না বাংলাদেশ।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *