ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক এর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর শোক
ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি
আব্দুল মালিক ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।
তিনি আজ ৬ জুলাই রাত ৯ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।
আব্দুল মালিক এর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি( ভারপ্রাপ্ত) জনাব লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব রফিক আহমদ এক যৌথ শোক বার্তায় বলেন আব্দুল মালিক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি ছিলেন রাজনীতি ও সমাজ অঙ্গনে অত্যন্ত সুপরিচিত এবং সজ্জন ব্যক্তিত্ব।সততা ও নিষ্ঠার সহিত রাজনীতি করে গেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন আব্দুল মালিক কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তার এই মৃত্যুতে দল হারালো একজন নিবেদিত নেতাকে তার এই মৃত্যু আমাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন উল্লেখ্য দুরেরোগ্য ক্যান্সারে আক্রান্ত অবস্থায় নর্থইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেটের চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল ২ ঘটিকার সময় ভাদেশ্বর দক্ষিণ ভাগ ঈদগাহে অনুষ্ঠিত হইবে।