নিজস্ব সংবাদদাতা :: আইন পেশায় ৫০বছর পূর্তি উপলক্ষ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি। গোলাপগগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর আইন পেশায় ৫০বছরের বর্ণাঢ্য পদচারণার মাইলফলক হিসেবে সিলেট জেলা আইনজীবী সমিতি এ সংবর্ধিত প্রদান করে। এসময় আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আরো তিন প্রতিথযশা আইনজীবী মো. ছাদ উদ্দিন খান, শাহ মুদাব্বির আলী ও মোহাম্মদ আব্দুস সবুরকে সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকেল ৩টায় জেলা বার লাইব্রেরী হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিনিয়র দায়রা জজ মোঃ বজলুর রহমান ও মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীসহ সংবর্ধিত আইনজীবীবৃন্দকে মানপত্র, ৫০বছরের সুর্বণ জয়ন্তী উপলক্ষে স্মারক ও উপহার সামগ্রী প্রধান করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত আইনজীবীবৃন্দের সাথে ৫০বছর পূর্তি উপলক্ষ কেক কাটেন। অনুষ্ঠানে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পরিবারের পক্ষে তাঁর দৌহিত্র ফারদিন ইকবাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।